আগৈলঝাড়ায় প্রবেশপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি//আগৈলঝাড়ায় আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শির্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা জানান, তাদের প্রতিষ্ঠান থেকে চলতি এইচএসসি পরীক্ষায় ১শ ৯জন শিক্ষার্থী অংশগ্রহন করার কথা।
প্রতিষ্ঠান কতৃপক্ষ তাদের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে ৬শ টাকা করে ফি আদায় করছে।
ওই কলেজের শিক্ষার্থী খোকন হাওলাদার, নিপু বৈরাগী, শ্রাবনী আক্তার, সুরাইয়া আক্তার ও অভিভাবক ফারুক হোসেন অতিরিক্ত ফি আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, নিয়মিত ৯৮জন শিক্ষার্থীর কাছ থেকে ৬শ টাকা করে ও ১১জন অনিয়মিত শিক্ষার্থীর কাছ থেকে ৪শ টাকা করে আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ছয়গ্রাম স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো. নাসির ইকবাল বলেন, আমরা প্রবেশপত্রের নামে অতিরিক্ত কোন টাকা নিচ্ছি না। কেন্দ্র খরচের জন্য বোর্ড নিধারিত ৩শ ৫০ টাকা নিচ্ছি। কোন শিক্ষার্থী যদি ৬শ টাকার কতা বলে তবে সে মিথ্যা কথা বলেছে।