নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নারিজপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত নজরুল ইসলাম (৪৭) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলামের বাড়ি নাজিরপুর সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে। নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলাম বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। নাজিরপুর সদরে ব্র্যাক অফিসের সামনে পৌছালে প্রতিপক্ষ লুৎফর রহমান ও হাবিবুর রহমানের নের্তৃত্বে লাঠি ও রড দিয়ে নজরুল ও তার ভাই শাহাবুদ্দিনকে পিটিয়ে আহত করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তির পর নজরুল কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। রাতে নজরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভোর রাত ৪টায় মারা যান। নাজিরপুর থানার ওসি হাবিবুর রহামান জানান, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে নজরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে নজরুল ও তার ভাইয়ের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।