কমলগঞ্জ দুই চোর আটক

কমলগঞ্জ প্রতিনিধি//মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে চুরি হওয়া গরুসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে পাত্রখোলা চা বাগানের ক্লাব বাংলো সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসী ক্রেতা সেজে পুলিশের সহযোগিতায় দুই গরু চোরকে আটক করা হয়।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুস শহীদ ও উপ-পরিদর্শক আনিছ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকাবাসীর সহায়তায় ক্রেতা মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের উমাকান্ত পাশির ছেলে সিতারাম পাশি (২২) ও একই চা বাগানের শ্যামল গড়ের ছেলে খোকন গড় (২৫)কে আটক করে রাতে থানায় নিয়ে আসেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা হবে। গ্রেফতারের পর আদালদের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়।