গৌরনদীর শাহাব উদ্দিন মোল্লার বঙ্গবন্ধুর স্মরণে কবিতা

লেখক মোঃশাহাব উদ্দিন মোল্লা//
দেখ দেখ দেখ বাঙ্গালী জাতীর পিতা
দেখ দেখ তোমারি জেষ্ঠ্য কন্যা
বাঙ্গালীর নয়নের মনি
বাঙ্গালার মাটিতে জ্বালাইয়াছে জ্ঞানের বাতি
নিয়াছে বাঙ্গালীর মন জয় করি
তোমাকে করিয়া স্মরণ
যে জ্বালাইবে জ্ঞানেরই বাতি
থাকবে না তার কোন হাহাকার
জ্বলিবে তার অগ্রগতির বাতি
ডিজিটাল বাংলার রূপকার
শেখ হাসিনার দু’টি হাত
লম্বা কত দুর হয় যেন বিশ্বজোড়া
দোয়া করে বাংলার মাটি ও মানুষ
আমার মন চায় এই বিজয়ের মাঝে
আর একটি বিজয় ঘোষণা করি
নোবেল প্রাপ্ত হিসাবে শেখ হাসিনাকে দেখি।