হাসানাত আবদুল্লাহর কায়েদ সাহেব হুজুর (রঃ)র মাজার জিয়ারত মুসলিম উম্মাহর জন্য দোয়া

আবদুল্লাহ আল নোমান ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ২৯ মার্চ শুক্রবার বাদ জুমা ঝালকাঠির নেছারাবাদে হজরত আল্লামা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর (রঃ) এর মাজার জিয়ারত করেন । এর আগে নেছারাবাদ দরবার মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করে সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী গৌরসভার বার বার নির্বাচিত মেয়র হারিছুর রহমান, দরবার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আঃ কাদির, ঝালকাঠি এ এন কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শহিদুল ইসলাম,বাংলা অধ্যাপক আবু জাফর মুকুল, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মাহবুবুর রহমান, সার্কেল অফিসার মোঃ মাহমুদ, গৌরনদী থানার ওসি গোলাম ছড়োয়ার,গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, গৌরদী পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান সামীম এটিআর টেলিভিশনের বার্তা প্রধান ফেরদাউস হাচান। বাদ জুমা মন্ত্রী বিভিন্ন আলেম ওলামা সরকারী কর্মকর্তা রাজনৈতক নেতা কর্মীদের নিয়ে প্রীতিভোজে অংশগ্রহন করেন মন্ত্রী আবুল হানাত আবদুল্লাহ।