বনানীর অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মৃত্যু

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহত চার জনের মধ্যে তিনজনের মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ওই হাসপাতালেই আহত অবস্থায় ভর্তি হয়েছেন আরও ১৩ জন।