রোহিঙ্গাদের মাঝে মুছলিহীন সেক্রেটারির নগদ অর্থ ও ত্রান বিতরন
আবদুল্লাহ আল নোমান বিশেষ প্রতিনিধিঃ
রোহিঙ্গা শরনার্থীদের মাঝে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের পক্ষথেকে ত্রান ও নগদ অর্থ বিতরনের জন্য গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিমানে কক্সবাজারে পৌছেন মুছলিহীনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী হুজুর। এ সময় কক্সবাজার জেলা মুছলিহীন কমিটি হুজুরকে বিমান বন্দরে স্বাগত জানায়। বেলা ১১:৩০ মিনিটে টেকনাফের পথে রওয়ানা হয়ে দুপুর ১:৩০ মিঃ ল্যেদা শরনার্থী ক্যাম্পে পৌছেন। ট্যাংখালী ও বালুখালীতে হুজুর রোহিঙ্গাদের খোজ খবর নেন এবং নগদ অর্থ বিতরন করেন। এরপর উখিয়ায় আসরের নাময আদায় করার পর দেখা হয় একদল রোহিঙ্গা ওলামায়ে কেরামের সাথে। তাদের কাছে বর্মী মগদের নির্জাতনের বর্নণা শুনে হুজুর খুব মর্মাহত হন। তাদের মাঝেও নগত অর্থ বিতরন করা পরে এক বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ওই দিনের ত্রান বিতরন কর্মসূচি সমাপ্তি করেন। মুছলিহীন এর পক্ষ থেকে ত্রান কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।