আগৈলঝাড়ায় বেবী হোমের সিয়াম এখন কলাপাড়ার সহিদুল দম্পত্তির পুত্র

আগৈলঝাড়া প্রতিনিধি//আগৈলঝাড়ায় বিভাগয়ি বেবী হোমের আশ্রিত শিশু সিয়ামের আশ্রয় হল এক নিঃসন্তান দম্পত্তির ঘরে।
আদালতের নির্দেশে আশ্রিত সিয়ামকে আনুষ্ঠানিকভাবে বুধবার দুপুরে তুলে দেয়া হল তার নতুন ঠিকানা পটুয়াখীল জেলার কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের এনজিও ম্যানেজার নিঃসন্তান দম্পত্তির কোলে।
আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, ২০১৫সালের ১৭মে পটুয়াখালী সদর হাসপাতালে ভুয়া ঠিকানা লিখে বাবা-মায়ের ফেলে যাওয়া ১৩দিনের নব শিশুর আশ্রয় হয় বরিশালের বিভাগীয় বেবী হোম।বেভী হোমে ওই শিশুর নাম রাখা হয় সিয়াম আবদুল্লাহ। বেবী হোমে বেড়ে ওঠা শিশু সিয়ামের বয়স বর্তমানে প্রায় চার বছর। সিয়ামকে পুত্র হিসেবে পেতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী আদালতে আবেদন করেন পটুয়াখীল জেলার কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের ২৭ বছরের নিঃসন্তান দম্পতি বেসরকারী আশা এনজিওর ম্যানেজার মো.শহিদুল ইসলাম ও স্ত্রী মহাসিনা বেগম । বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ২৮ফেব্রুয়ারী সিয়ামকে নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ পেয়ে বুধবার দুপুরে ওই দম্পতি বরিশাল বিভাগীয় বেবী হোম আগৈলঝাড়া থেকে সিয়াম আবদুল্লাহকে নিজেদের জিম্মায় নেয়ার জন্য আসেন।
সিয়াম আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে আদালতেদর নির্ধারিত অভিভাবকের নিকট হস্তান্তর করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম আকতারুজ্জামান মামুন, সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত, মো. সাজ্জাদ পারভেজ, বরিশাল সমাজ সেবা কর্মকর্তা জাকির আহাম্মেদ, মোসাম্মাদ শামসুন্নাহার, বরিশাল সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন, সহকারী শিশু উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান, আগৈলঝাড়া সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, বরিশাল সমাজ কার্যালয়ের উচ্চমান সহকারী মো.বশির আহাম্মেদ ও বেবী হোমের অফিস সহকারী নুরুজ্জামানসহ প্রমুখ কর্মকর্তারা।