রাজনীতিবিদরা হলো জনগনের সেবক-শাহে আলম এমপি

উজিরপুর প্রতিনিধি//উজিরপুর-বানারীপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বলেছেন, রাজনীতিবিদরা হলো জনগনের সেবক। জনগনের জন্য কাজ করাই হলো রাজনীতিবিদদের কাজ। বুধবার বিকালে উজিরপুর উপজেলার এইচ এম ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডেলটা প্রোগ্রামের মাধ্যমে অচিরেই বিশে^র বুকে বাংলাদেশ হতে যাচ্ছে একটি সুখী ও আদর্শের দেশ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, গোলাম সরোয়ার। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।