স্বরূপকাঠি কালেরকন্ঠ শুভসংঘের মহান স্বাধীনতা দিবস উদযাপন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥যথাযোগ্য মর্যাদায় র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে পিরোজপুরের স্বরূপকাঠি কালেরকন্ঠ শুভসংঘের উপজেলা কমিটির বন্ধুরা। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে স্বরূপকাঠি প্রেসক্লাব চত্বর থেকে এক র‌্যালি শুরু হয়ে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি মো. মহিবুল¬াহ। কালেরকন্ঠের স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মো. হযরত আলী হিরু এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শুভসংঘের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাহমুদুর রহমান খাঁন, সহ সম্পাদক শিক্ষক মো. রফিকুল ইসলাম রুমি, শিক্ষক কামাল হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।