আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি//আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মৃত মোবারক সরদারের ছেলে মো. হারুন সরদারকে এএসআই মাকসুদুর রহমান শনিবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হারুন জিআর ৮৫/১৭ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। বরিশালের একটি আদালত হারুনকে মাদক মামলায় ছয় মাসের কারাদন্ডর রায় প্রদান করে। আদালতে রায়ের দিন থেকেই হারুন পলাতক ছিল। গ্রেফতারকৃত হারুনকে রবিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।