বরিশাল সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ওয়াহেদ’র স্ত্রীর ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধি//বরিশাল সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গৌরনদী উপজেলার বেজহার গ্রামের বাসিন্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ (ওয়াহেদ মাওলানা)’র স্ত্রী মমতাজ বেগম (৭৬) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় স্বজনদের সাথে লঞ্চযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গতকাল শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে (শুক্রবার দিবাগত রাত) লঞ্চের কেবিনের ভেতরের বসে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আতিœয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ মাগরিব উপজেলার সরিকল গ্রামের পৈত্রিক বাড়ির উঠানে জানাজা শেষে মরহুমার লাশ ওই গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।