শেখ হাসিনার সরকার দেশ পরিচালনায় আছেন বলেই উন্নয়ন দৃশ্যমান-প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীম বলেছেন বর্তমান শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দ্বায়িত্বে আছেন বলেই ভান্ডারিয়াসহ পিরোজপুর জেলা তথা সমগ্র দক্ষিণাঞ্চলে এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের কচাঁ নদী তীরবর্তী এলাকায় পানি উন্নয়ন অধিদপ্তরের আওতায় ব্লক পাইলিং নির্মান চলমান কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বিশ^ ব্যংকের অর্থায়নে ৪৫২ কোটি টাকা ব্যয়ে ভেড়ীবাধঁ নির্মান উন্নয়নের কাজ শেষ হলে ঝড় জলোচ্ছাসের হাত থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে। এ কর্মসুচীর আওতায় ভান্ডারিয়ার নদমুলা-চরখালী ও তেলিখালীর কচাঁ নদী থেকে বলেশ্বর নদের মোহনার পূর্ব পর্যন্ত তীরবর্তী ঝড়-জলোচ্ছাস কবলিত মোট ২০৯ কিঃমিঃ ভেড়ীবাঁধ নির্মান কাজসহ মোট ৬টি ফোল্ডারে অন্তর্ভূক্ত বিভিন্ন প্রকল্প আগামী ২০২১ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। চলমান কাজের পরিদর্শনের পূর্বে এক অনারম্বর অনুষ্ঠানে প্রতি মন্ত্রীকে কাজের বিষয়ে এক আলোকচিত্রের মাধ্যমে এবং প্রকল্পটির একটি ম্যাপ প্রদর্শনের মাধ্যমে পানি সম্পদ প্রতি মন্ত্রীকে প্রাথমিক ধারনা দেয়া হয়। এসময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালনা প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ডেপুটি পরিচালক মো.হাবিবুর রহমান , পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্ঈাদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ , ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল আলম, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার সহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।