স্বরূপকাঠিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগরের গনসংযোগে নেতাকর্মিদের ঢল

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি॥চতুর্থধাপে অনুষ্ঠিতব্য পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের ছেলে মো. মেহেদী হাসান সাগর তার (বই) প্রতিকের সমর্থনে উপজেলার পৌর এলাকার জগন্নাথকাঠি বন্দরে ব্যাপক গনসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই প্রচারণায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ছাড়াও উপজেলা আ. লীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুর, মো. আতিকুল্লাহ, বন্দর ব্যাবসায়ী সিদ্দিকুর রহমান, ফরিদ হোসেন, কাউন্সিলর নুরুল ইসলাম, কাউন্সিলর জাহিদুল ইসলাম বিপ্লব, কাউন্সিলর জাহিদ হোসেন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সহস্্রাধীক নেতাকর্মি অংশ নেয়। প্রচারকালে প্রার্থী মেহেদী হাসান সাগর বলেন তার পিতা যেভাবে সাধারণ মানুষের সুখে দুঃখে, বিপদে আপদে তাদের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা করেছেন ঠিক তেমনিভাবে তিনি নিজেও নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়েজিত রাখবেন। বিশেষ করে স্বরূপকাঠিকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে তিনি সর্বদা কাজ করে যাবেন।