উপজেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি//পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে আওয়ামী প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ফলাফলে চা শ্রমকি নেতা রামভজন কৈরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম বিজয়ী ঘোষনা করেন সহকারী রির্টানিং কর্মকর্তা। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে সীমান্তবর্তী এ উপজেলায় ভোটারের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৪শ’ ভোটার। পুরুষ ৮৯ হাজার ৫৬৪ ও মহিলা ৮৯ হাজার ৮৩৬ ভোটার। ভোট কেন্দ্রের সংখ্যা ৭২টি ও ভোট কক্ষের সংখ্যা ৪৫৬টি। ভোটারের উপস্থিতি ৭০ হাজার ৭শ’ ৪০ জন।
বেসরকারী ভাবে ফলাফল হলো আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান (নৌকা প্রতিক) ৪৯ হাজার ১শ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ড.উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল (আনারস প্রতীক) ১৯ হাজার ৪শ ৫০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে রামভজন কৈরী (টিউবয়েল প্রতীক) ৩১ হাজার ১শ ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ছিদ্দেক আলী (তালা প্রতীক) ১৯ হাজার ৪শ ৫০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস বেগম (পদ্মফুল প্রতীক) ৩৮ হাজার ৭শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী পারভিন আক্তার লিলি (ফুটবল প্রতীক) ২৮ হাজার ৩শ ৫৪ ভোট পেয়েছেন।