পিরোজপুরে শিশু ধর্ষণের চেষ্টা যুবক গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অনিমেষ ডাকুয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেয়েটির বাবা বাদী হয়ে ওই অনিমেষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অনিমেষের বাড়ি সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২.৩০ টার দিকে মেয়েটিকে বাড়ির উঠান থেকে ডেকে নিয়ে প্রতিবেশী অনিমেষ তার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে অনিমেষ পর্ণো ছবি দেখিয়ে বিবস্ত্র করে। এ সময় শিশুটিকে পরিবারের লোকজন খোঁজাখুজি করলে অনিমেষ ঘরের পিছনের দরজা দিয়ে মেয়েটিকে বের করে দেয়। পরে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। মঙ্গলবার সকালে পুলিশ অনিমেষকে গ্রেফতার করে। পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ জানান, মঙ্গলবার দুপুরে অনিমেষ ডাকুয়াকে আদালতে সোপর্দ করা হয়।