গৌরনদীতে মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ ডাকাতি

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক মোঃ সামসুল হক আকন এর বাড়িতে গতকাল মঙ্গলবার গভীর রাতে (সোমবার দিবাগত রাতে) দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোসধারী সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধার পরিবারের সবাইকে বেঁধে ফেলে একটি কক্ষে আটকে রেখে নগদ টাকা, স্বর্নালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা সামসুল হক আকন জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে (সোমবার দিবাগত রাত) ২৮ থেকে ৩০ বছর বয়সী আন্ডার প্যান্ট (জাঈঙ্গা) পড়া মুখোসধারী ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল তার সেমিপাকা বসত ঘরের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে বেধে ফেলে। এ সময় ঘরের বাইরে ডাতাত দলের অপর একটি গ্রুপ পাহারায় ছিল। ঘরের ভেতরে ঢুকে পড়া ৬ জনের ডাকাত দলটি তার পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরে থাকা মালামাল তছনছ করে এবং ষ্টীলের আলমীরা ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা, ৭ ভড়ি স্বর্নালঙ্কার, ৩টি দামি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মালমাল লুটে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির ঘটনার সত্যাতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম মঙ্গলবার বিকেল ৫টার দিকে জানান, খবর পেয়ে তিনিসহ থানা পুলিশ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও গৃহকর্তার পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।