মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর ডিবি পুলিশ মঠবাড়িয়া উপজেলার তেতুঁলতলা বাজারে অভিযান চলিয়ে মনিরুল ইসলাম নাইম (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তাদের কাছে ৬০পিস ইয়াবা উদ্ধার করে। আটকৃত নাইম উপজেলার উত্তর মানিকখালী গ্রামের মো.নুরুল হকের ছেলে। সে মঠবাড়িয়া সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসেন জসিম জানান, ক্রেতা সেজে শুক্রবার রাতে নাইমকে ইয়াবা সহ তেতুঁলতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা দুই মাদক বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্বে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।