আগৈলঝাড়ায় জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগীতা

আগৈলঝাড়া প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যেগে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রযোগীতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হাতে খড়ি মথেকে তৃতীয় শ্রেণি, চতুর্থ থেকে ৬ষ্ট ও সপ্তম থেতে দশম শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগীতা শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিত্রাংকন বিজয়ী প্রতিযোগীদের মধ্যে রবিবার অনুষ্ঠানে উপজেলা প্রশাসন পুরুস্কার বিতরন করবেন।