কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি//মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ্, সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদ প্রধান করা হয়।