পিরোজপুরে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মীভূত কোটি টাকার ক্ষতিক্ষতি

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুর জেলা শহরের ক্লাব রোডে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে অগ্নীকান্ডে ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। এত কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব’র কাছে দাবী করেছে ব্যবসায়ীরা। অগ্নিকান্ডে ৫টি দোকানের মধ্যে ফার্মেসী, লাইব্রেরী, ফল ও রেক্সিনের দোকান এবং সেলুন রয়েছে। এর মধ্যে ৩টি সম্পূর্ন ও দুটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানাগেছে, ৬টা ৪৮ মিনিটের দিকে আগুন দেখেতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুল হক জানান, একটি রেক্সিনের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে পার্শবর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ক্ষতির পারিমাল ১৫ লক্ষ টাকা ও উদ্ধার প্রায় ২কেটি বলে তিনি জানান। অপরদিকে, পিরোজপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অভিযোগ বিদ্যুত বিভাগের অসতর্কতার অভিযোগ তুলে বলেন, সঠিক সময় বিদ্যুতের লাইন বন্ধ না করায় ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কিছুটা বিলম্বিত হয়েছে।