বরিশালে দুই ডাকাত গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি//র‌্যাব-৮ সদস্যরা অভিযান চাীরয়ে ডাকাত সর্দার ও তার সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার মোঃ তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বরগুনা জেলার সদর উপজেলার লবনগোলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হালিম গাজী ও তার সহযোগী হুমায়ুন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তিনটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।