মঠবাড়িয়ায় দুর্ধর্র্ষ ডাকাত কালাম গ্রেফতার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের মঠবাড়িয়ার একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী ও দুর্ধর্র্ষ ডাকাত আবুল কালাম (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার কাটাখালী এলাকা থেকে কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালাম মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মৃত আবদুল ছত্তার হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এসআই নুর হোসেন জানান, গত ২৩ ফেব্র“য়ারী গ্রেফতারকৃত আন্তঃজেলা শীর্ষ ডাকাত রফিকুল ইসলাম রাজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে পার্শবর্তী বরগুনা জেলার আমতলী উপজেলার কাটাখালী এলাকায় সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্ত্রী হত্যা ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামী ও দুর্ধর্র্ষ ডাকাত কালামকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মো.শওকত আনোয়ার জানান, গ্রেফতারকৃত দুর্ধর্র্ষ ডাকাত কালাম মঠবাড়িয়া থানায় স্ত্রী হত্যা, অস্ত্র আইন, ডাকাতি,নারী নির্যাতনসহ ৫টি মামলার এজাহার ভুক্ত আসামী। তিনি আরও জানান কালামকে গ্রেফতারের পর এলাকার জনমানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত কালামকে শুক্রবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।