স্বরূপকাঠিতে প্রতীক বরাদ্ধের পরপরই সরগরম নির্বাচনী মাঠ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥আসন্ন ৩১ জানুয়ারী চুতুর্থধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনেকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নির্বাচনীয় মাঠ। প্রার্থীদের পোষ্টার সাটানো হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে। চলছে মাইকিং ও গনসংযোগ। প্রার্থীদের নিয়ে নানা ধরনের বিশ্লেষন, যুক্তি তর্ক শুরু হয়েছে চায়ের দোকানেসহ বিভিন্ন আড্ডাস্থলে। পছন্দের প্রার্থীকে বাকযুদ্ধে বিজয়ী করতে নানা ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন তাদের সমর্থকরা। ১৩ মার্চ বুধবার প্রার্থীতা প্রত্যাহারের পর ১৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে যে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে তারা হলেন, চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম (নৌকা) , সুটিয়াকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব আাব্দুল হক (আনারশ), ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মনোনীত মো. সিদ্দিকুর রহমান (আম)। ভাইস চেয়ারম্যান পদে সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের ছেলে মেহেদী হাসান সাগর (বই), বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ (উড়জাহাজ), আ.লীগ নেতা মো. মাসুম বিল্লাহ (তালা), উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত জয় (চশমা), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ আহসান (টিউবঅয়েল), মাসুম বেপারী (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল (হাঁস), উপজেলা মহিলা যুবলীগের সভাপতি নার্গিস জাহান (কলস), বর্তমান ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম (পদ্মফুল), সাহারা নাসরীন (ফুটবল)।