গৌরনদীতে অপহরনের একমাস পর স্কুল ছাত্রীকে উদ্ধার অপহরক গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি// গৌরনদীতে অপহরনের এক মাস পর শুক্রবার ভোরে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বেজহার গ্রামের। গৌরনদী মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে গত ১৬ ফ্রেরুয়ারী বেজহার গ্রামের নিজবাড়ির পাশ দিয়ে স্থানীয় ইব্রাহীম চোকদার অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে থানা পুলিশ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলাদিয়া ফেরী ঘাট এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারী ইব্রাহীম চোকদারকে গ্রেফতার করেছে।