স্বরূপকাঠিতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পুর্ব সোহাগদল গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে জোহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানাগেছে, বুধবার বিকেলে শিশু জোহা সকলের অগোচরে বাড়ির পাশে ডোবায় ডুবে যায়। অনেক খোজাখুজির পর তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জোহা পটুয়াখালী সদরের মরিচবুনিয়া গ্রামের মো.জাহিদ হোসেনের মেয়ে। আজ বৃহস্পতিবার পটুয়াখালীর গ্রামের বাড়িতে নামাযে জানাযা শেষে জোহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।