ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নাই গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী-শ ম রেজাউল করিম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে শেখ হাসিনার বিকল্প নাই। আওয়ামীলীগ ইসলাম বান্ধব সরকার। ইসলামী ফাউন্ডেশন, তাবলীগ জামায়াতের জন্য ও কাকরাইল মসজিদের ভূমি বরাদ্ধ, মাদ্রাসা শিক্ষাকে সাধারন শিক্ষার সমমর্যদা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন ইসলামের খেদমতে দেশে যেসব প্রতিষ্ঠান হযেছে তা আওয়ামীলীগই করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সকল মদের লাইসেন্স বাতিল করেছিলেন, গোরদৌড় নামক জুয়া খেলা নিষিদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সরকার মদের লাইসেন্স দেওয়া থেকে শুরু করে অশ্লিল নৃত্য প্রচলন করে বিভিন্ন প্রকার সামাজিক অবক্ষয়ে কর্মকান্ড চালু করেছে। তারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েমের উদ্দেশ্যে দেশময় আগুন সন্ত্রাশ করেছে। মঙ্গলবার জোহর নামাজবাদ ছারছীনা দরবার শরীফের বর্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে লাখ লাখ ধর্মপ্রান মুসলমানের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গৃহায়ন মন্ত্রী আরো বলেন ইতোমধ্যে সন্ধ্যা নদী ও বেলুয়া নদীর ওপর সেতু নির্মান করে গোটা দক্ষিানাঞ্চলের উপজেলা সমুহের সাথে সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে সরকার। এলাকার উন্নয়নের লক্ষে একটি বড় ধরনের মাস্টার প্লান হাতে নিয়েছি। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীকে এনে এর উদ্বোধন করব। ছারছীনা দরবার শরীফের পীর শাহ মো. মোহেবুল্লাহ’র সভাপতিত্বে আরো বক্তৃতা করেন আমীন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ মো.এনামুল হক, বরিশাল এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ।