প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি॥প্রতিবন্ধী শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালারাজা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শামীমকে সভাপতি এবং পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার জিরবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে এবং এর পর আবার নতুন কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।