কমলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পিছনের একটি লিচু গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোররীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনাটি ঘটে। সুমাইয়া আক্তার বাঘমারা গ্রামের মৃত উস্তার মিয়ার মেয়ে।

গ্রামবাসীরা জানান, বাড়ির পিছনের একটি লিচু গাছে সুমাইয়ার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা সেটি নামিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত পুলিশ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আজিজুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে সন্দেহ করছেন। কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান কিশোরীর লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদান্তাদীন আছে।