স্বরূপকাঠিতে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের স্বরূপকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা ও মেডিপ্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের যৌথ আয়োজনে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয় । রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপি ওই ক্যাম্পে উপজেলার ৩৩ জন নারী রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। সকালে এ কার্যক্রমের উদ্ভোধন করেন স্বরূপকাঠি উপজেলা হাসপাতালের ডা. মো. আসাদুজ্জামান। চিকিৎসাসেবা প্রদান করেন বরিশাল ইসলামিয়া ব্যাংক হাসপাতালের ডা. মো. সজিব ও মেডিপ্রাইমের থেরাপিষ্ট শারমিন মারিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন মেডিপ্রাইম ক্লিনিকের এমডি মো. সামসুল আলম, মেডিপ্রাইম ক্লিনিকের পরিচালক সিদ্দিক আহমদ, শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু।