কমলগঞ্জে গণতান্ত্রিক মহিলা সমিতির নারী দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জের কালেঙ্গায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে গণতান্ত্রিক মহিলা সমিতির কালেঙ্গা আঞ্চলিক কমিটির উদ্যোগে এ দিবসটি পালিত হয়েছে। শুক্রবার বিকাল সন্ধায় কালেঙ্গাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শ্রমজীবি নারীদের অংশগ্রহণে দিবস পালন করা হয়।
গণতান্ত্রিক মহিলা সমিতি কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি দেলোয়ারা বেগম এর সভাপতিত্বে ও সম্পাদিকা আম্বিয়া বেগমের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি মো. নূরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া ও সম্পাদক দুলাল মিয়া। মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কাজের অমানবিক পরিবেশসহ নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ফুলবানু বেগম, কাঞ্চন বেগম, সুফিয়া বেগম, জান্নাত বেগম, ইয়াসমিন বেগম, বেগম বিবি, জিনু বেগম ও রিক্সা শ্রমিক ইউনিয়নের গিয়াস মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রচলিত শোষণমূলক সমাজ ব্যবস্থায় বিভিন্নভাবে নারীরাও লাঞ্চিত। বেকারত্বের বোঝা নিয়ে শ্রমজীবি নারীরা কঠিন কাজে নিয়োজিত থাকলেও মজুরি কম পাচ্ছেন। এসব পরিবার সদস্যের সন্তানদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সমস্যাসহ নিত্য নৈমত্তিক নানাবিধ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আন্তজার্তিক নারী দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।