স্বরূপকাঠির মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন আর নেই

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও দৈহারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন (৭২) শুক্রবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কাটা দৈহারী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে মুরহুমের কফিনে পুস্পস্তর্বক অর্পন ও সালাম প্রদান কার্যক্রম পরিচালনা করেন ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। তার মৃত্যুতে সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ ও দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন।