আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। একই সাথে বিনা প্রতিদ্বন্দিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিলা আওয়ামী লীগ নেত্রী মলিনা রাণী রায় ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার। মলিনা রানী রায় দ্বিতীয় মেয়াদে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন। সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান জানান, আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়পত্র বৈধ হওয়া এবং কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান পদে আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান পদে মলিনা রাণী রায় ও রফিকুল ইসলাম তালুকদারকে শুক্রবার বিনা প্রতিদ্বদ্বিতায় বে-সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
কমিশন সূত্র মতে, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ এবং ভোট গ্রহনের তারিখ ছিল ২৪ মার্চ।