অবসরপ্রাপ্ত সমবায় পরিদর্শক সৈয়দ গোলাম রহমান মিনু’র ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধি
রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নোভো কার্গো সার্ভিসের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান দিনু ও ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া যুব সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু’র বড়ভাই বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্ধা, অবসরপ্রাপ্ত সমবায় পরিদর্শক সৈয়দ গোলাম রহমান মিনু হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে পার্শ্ববতি আগৈলঝাড়া উপজেলার গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ভাই, ২ বোনসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের লাশ নাঠৈ গ্রামে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।