ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন চন্ডিপুর মালবাড়ি ব্রীজ সংলগ্ন বাশগাড়ি খালে বস্তাবন্দি একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত বাধা ছিল। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে। তার পরনে প্যান্ট ও ফুল হাতার শার্ট ছিল। মরদেহটি ৫/৭ দিন আগের হতে পারে বলে ধারনা পুলিশের। তবে তাৎক্ষনিক ভাবে লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ। ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, সকালে বালিপাড়া ইউনিয়নের একটি খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় আঘাতের চিন্হ রয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরন করা হয়েছে।