সিসিইআর মডেল কলেজে নৈতিক শিক্ষা কোর্স শুরু

আবদুল্লাহ্ আল নোমান//গত শনিবার ২ মার্চ ২০১৯ তারিখ থেকে ঢাকার যাত্রাবাড়ি সংলগ্ন শনির আখড়া এলাকার সিসিইআর মডেল কলেজে সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই)-এর উদ্যোগে নৈতিক শিক্ষা কোর্স শুরু হলো। সিইই হলো ডাম এবং নাবিক এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি শিক্ষামূলক কার্যক্রম। এই কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ বির্নিমাণে সহায়তা করা। সূচনা দিনের সেশনে অত্র কলেজের প্রেন্সিপাল জনাব ফরহাদ হোসেনসহ আরো কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল শিক্ষার্থীদের সাথে সিইইকে পরিচয় করে দেন। সিইই-এর পক্ষ থেকে প্রোগ্রাম সমন্বয়কারী জনাব মো. সাইফুজ্জামান রানা এই সেশনটি পরিচালনা করেন। প্রথম দিনের সেশনে একাদশ (বালিকা) শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো। এখানে উল্লেখ্য, যে এখন থেকে সিসিইআর মডেল কলেজে প্রতি মাসে একটি করে নৈতিক শিক্ষা সেশন পরিচালিত হবে।