ভান্ডারিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তালতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পিরোজপুর-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সাব আফিসার কাজী নজরুল ইসলাম জানান, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সুসমিতা (কুমিল্লা-জ-০৪-০১০৮) যাত্রীবাহী বাস পিরোজপুরে যাওয়ার পথে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তালতলা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন। তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।