দুস্থ মুক্তিযোদ্ধাদের শীর্ঘই ঘর নির্মান করে দেবে সরকার-গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥ এদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে দেশকে স্বাধীন করেছে, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার এই সরকার সর্বদা মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে অতি শীর্ঘই এই সরকার অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদের মানসম্মত ঘর নির্মান করে দেবে। মন্ত্রী পিরোজপুরের নাজিরপুর উপজেলার তার নিজগ্রামে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা বলেন। এসময় তিনি আরও বলেন সরকারি চাকরি বা কোন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য হতে হলে সংসদ সদস্যকে টাকা দিতে হবে না। মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে কোন প্রকার টেন্ডার, ঠিকাদারী ও কমিশন বানিজ্য করা যাবে না। যারা এসব কাজের সাথে জড়িত হবেন তাদেরকে কোন প্রকারের ছাড় দেয়া হবেনা বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্সদের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।