স্বরূপকাঠি উপজেলায় নৌকার মাঝি মুইদুল ইসলাম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের অন্যতম স্বরূপকাঠি উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদকে মনোনয়ন দিয়েছে আ.লীগ। কেন্দ্রের এ ঘোষনার পরে স্বরূপকাঠিতে মুহিদ সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করছে। মুইদুল ইসলাম উপজেলা আ.লীগের একজন পরিক্ষিত কর্মিবান্ধব নেতা। তিনি ১৯৯২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা দশ বছর জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর ২০০৯ সালে নির্বাচিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত হয়ে স্বরূপকাঠি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক শহরে পরিনত করাই হবে তার প্রধান লক্ষ বলে জানান, প্রার্থী মুইদুল ইসলাম। এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল হামিদ জানান, আসন্ন নির্বাচনে স্বরূপকাঠি আ.লীগের সকল নেতাকর্মিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় অর্জন করবে।