স্বরূপকাঠির আলকীরহাট মাধ্যমিক বিদ্যলয়ে বাষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির আলকীরহাট আর এ মাধ্যমিক বিদ্যলয়ের বাষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও সরকার আব্দুল¬াহ আল মামুন বাবু। পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বিচিত্রানুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।