স্বরূপকাঠিতে আশার উদ্যোগে ফিজিও থেরাপী ক্যাম্প

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে বেসরকারী সংস্থা আশার উদ্যোগে তিন দিন ব্যাপী ফিজিও থেরাপী ক্যাম্প চালু হয়েছে। গতকাল সোমবার সকালে স্বরূপকাঠি শাখার কার্যালয়ে এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. গোলাম কবির। আশা’র স্বরূপকাঠি শাখা (০১) ব্যাবস্থাপক আবুল কালাম দিহিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডা. গৌতম মন্ডল, সাংবাদিক মো. নজরুল ইসলাম, আশার শাখা (০২) ম্যানেজর আবুল কালাম দিহিদার,জলাবাড়ী শাখা ব্যাবস্থাপক মো. হারুন অর রশিদ, সাংবাদিক হযরত আলী হিরু, সাংবাদিক মো. হাবিবুল্লাহ মিঠু প্রমুখ।