কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় নিহত তিন বৃদ্ধ

কুমিল্লা প্রতিনিধি//কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুরে বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন-কুটুম্বপুর গ্রামের উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে কাজী রকিবুল ইসলাম, জিল্লুর রহমানের ছেলে মহরম আলী, হায়দার আলীর ছেলে আব্দুল মতিন। কাভার্ডভ্যানের চালক দুদু মিয়া চট্টগ্রামের সাতকানিয়ার আলী আকবরের ছেলে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা তিন বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। মরদেহ কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।