ভারতীয় দুটি যুদ্ধ বিমান পাকিস্তানে ভূপাতিত নিহত ২ পাইলট

সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক//কাশ্মীরে ভারতীয় দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ঘটনায় ওই যুদ্ধবিমানের দুই পাইলটও নিহত হয়েছেন। বিমানের এক পাইলটকে পাকিস্তানি সেনারা আটক করেছিল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল।
আজ বুধবার স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে ভারতীয় আইএএফ জেট বিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এরআগে পাকিস্তানের এফ-১৬ বিমান ভারতের রাজৈরে ঢুকে বোমা হামলা করে।
পাকিস্তান আইএসপিআর প্রধান টুইটারে দাবি করেছেন, ভারতের অভ্যন্তরে পাকিস্তানের বিমান অভিযানের পরে ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমায় এলে হামলায় দুটি ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে। তাৎক্ষনিকভাবে এই ঘটনায় একজন পাইলটকে আটক করা হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে আত্মঘাতী জঙ্গি আক্রমণে প্রাণ হারান ৪০ জন ভারতীয় আধা সেনা। এর পরে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ ভারতের ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করে। এই ঘটনার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।