গৌরনদীতে ঔষধের দোকানে অভিযান বিশ হাজার টাকা জরিমানা

গৌরনদী প্রতিনিধি//আজ(২৭-০২-২০১৯)বুধবার সকালে গৌরনদী উপজেলা আশোকাঠির বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে ২০,০০০ বিশ হাজার টাকা জরিমানা করে এবং মেয়াদবিহীন ওষধ জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
জরিমানা করা দোকানগুলো হলোঃ (১) মা মেডিকেল ২০০০/ (২) সানজিদা মেডিকেল ৫০০০/ (৩)আশোকাঠি মেডিকেল ২০০০/(৪) মেসার্স কাজী ইসলামীয়া মেডিকেল হাউস ৫০০০/( ৫) কাজী ড্রাগ হাউস ৩০০০/(৬) এস আর মেডিকেল ২০০০/( ৭) রাবেয়া মেডিকেল ১০০০ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, গৌরনদী উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন।