স্বরূপকাঠিতে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগ বেপারী (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নিয়মিত মাদকের মামলা রুজু শেষে তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার আটঘর – কুড়িয়ানা ইউনিয়নের সংগীতকাঠি এলাকায় অভিযান চালায় নেছারাবাদ থানার এসআই মো. মজিবর রহমান, এএসআই তাইজুল ইসলাম ও এএসআই মো. আলাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানকালে সংগীতকাঠি কদম আলী ডাক্তারের বাড়ির সামনে থেকে ওই এলাকার মো. আউয়ালের ছেলে সোহাগকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল¬াসী করে ওই ইয়াবা পাওয়া যায়।