ইন্দুরকানীতে সর্বহারা পরিচয়ে ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥ইন্দুরকানীতে সর্বহারা পরিচয়ে ইউএনও ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে অশালীন ভাষায় গালাগালি ও চাঁদা দাবি। চাঁদা না দিলে জীবন নাশের হুমকি। থানায় জিডি, জিডি নং-৮৩৮। জানা যায়, সোমবার ১১.৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদকে (০১৯০৬৫৫৭৪২০) ফোন দিয়ে পূর্ব বাংলা কমউিনিষ্ট পার্টি সর্বহারা নেতা পরিচয়ে অশালীন ভাষায় গালাগালি করে ও চাঁদা দাবি করে। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে দুপুর ১ টার সময় একই পরিচয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, নির্বাচন কর্মকর্তা এএসএম রোকনুজ্জামান খান, ওএস কিসমত উল মনোয়ার, ইউএনও অফিসের সহাকারি সুকদেব হালদার, ভূমি অফিসের সহকারি পরিতোষ কুমার মন্ডল, সাখাওয়াত হোসেন লিপু কে বিভিন্ন ফোন করে চাঁদা দাবি করেন। (০১৯০৬৫৫৭৪২০, ০১৮৩৬১৮৬১৬২, ০১৯৮৮১৩৪১০২) এই নম্বরগুলো থেকে ওই কর্মকর্তা ও কর্মচারীদের কাছে চাঁদা দাবি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা পরিচয়ে আমাকে অশালীন ভাষায় গালাগালি করে। এছাড়া উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারীর কাছে চাদা দাবি করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহাববুর রহমান জানান, চাঁদা দাবি ও জীবন নাশের হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে আমরা ব্যবস্থা নেব।