কমলগঞ্জে মণিপুরীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি//মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ডালুয়া শাখা আয়োজন বাংলাদেশের মণিপুরীদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সোমবার(২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মণিপুরীদের ১৩টি দল অংশ নিয়েছে।