স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি॥পিরোজপুরের স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মংগলবার বেলা আনুমানিক তিনটার দিকে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কালিবাড়ি খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। জানাগেছে, এলাকাবাসি ওই খালে বস্তাবন্দী ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরা লাশটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার জ্যাকেটের পকেট থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।