স্বরূপকাঠিতে বিশ্বকর্মা পূজা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পূজা অর্চনা, আলোচনাসভা ও কর্মবিরতির মধ্য দিয়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিশ্বকর্মা পূুজা উদযাপিত হয়েছে। গতকাল রোববার নরসুন্দর সমিতির উদ্যোগে দিনভর সকল সেলুনে কর্মবিরতি দিয়ে পূজা অর্চনা করা হয় । পরে উপজেলা নরসুন্দর সমিতির সভাপতি চাঁন প্রসাদ শীলের সভাপতিত্বে সংগঠনের সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি শংকর লাল শীল, সম্পাদক বিমল শীল, সহ সম্পাদক বিজয় সরকার ও কোষাধ্যক্ষ বিধু ভূষন শীল প্রমুখ। এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সমিতির ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।