শেখ এ্যানি রহমান সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত

হযরত আলী হিরু, পিরোজপুর ॥ মহান মুক্তিযুদ্ধের অণ্যতম সংগঠক, সাবেক এমএনএ প্রয়াত এনায়েত খানের জ্যেষ্ঠ কন্যা ও বঙ্গবন্ধু মেখ মজিবুর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে পিরোজপুর থেকে বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এ্যানি রহমান ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় এমপি ঘোষনা করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তা আবুল কালাম। এসময় রিটানিং কর্মকর্তা আবুল কালাম বলেন নির্বাচিতদের নাম ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। গেজেট প্রকাশের ৩ দিনের মদ্যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের শপথ নিতে হবে। উল্লেখ্য একাদশ জাতীয় সংসদে আ.লীগ থেকে যে ৪৯ জন নারীকে মনোনয়ন দেয়া হয় তাদের মধ্যে শেখ এ্যানি রহমানকে পিরোজপুর থেকে মনোনয়ন দেয় আ.লীগ।